গত বুধবার গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পর এখন শঙ্কামুক্ত অভিনেতা। আজ দুপুরে অভিনেতার শারীরিক অবস্থার অগ্রগতির কথা জানিয়েছেন চিকিৎসকেরা।
আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফ আলী খানকে। অস্ত্রোপচারের পর এখন সেখানেই আছেন অভিনেতা।
হাসপাতালের চিকিৎসকদের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাইফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল অস্ত্রোপচারের পর তাঁকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছিল। নতুন খবর, সাইফকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হয়েছে।
এ ছাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন সাইফ। তবে আরও এক সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
লীলাবতী হাসপাতালের চিকিৎসক ডা. নিতিন নারায়ণ ডঙ্গে বলেন, ‘সাইফ ভালো আছে। সে একটু একটু হাঁটতে পারছে, ভালোভাবে কথাও বলছে। এ ছাড়া আক্রান্ত স্থানে তেমন ব্যথাও অনুভব করছে না।’
এদিকে আজ সকালে বাবাকে দেখতে আবারও হাসপাতালে আসেন ইব্রাহিম আলী খান। কালো শার্ট পরা ইব্রাহিমকে গাড়ি থেকে নেমে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়।
তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। আজ সকালে হাসপাতালে আসেন সাইফের স্ত্রী কারিনা কাপুর খানও। কড়া নিরাপত্তার মধ্যে গাড়ি থেকে নেমে হাসপাতালে প্রবেশ করেন কারিনা। সাদা টি–শার্ট, কালো রোদচশমা পরা অভিনেত্রীকে এ সময় কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছিল। কারিনার আগে হাসপাতাল ঘুরে যান সাইফের বোন সোহা আলী খান।