বছরের শুরুতে  বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান।

মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে এই জুটি। বিয়ের খবর সবাইকে জানিয়ে হানিমুনের জন্য মালদ্বীপে চলে যান দুজনে। হানিমুন সেরে সদ্য দেশে ফিরেছেন তাহসান-রোজা। দেশে ফিরেই সংগীতে মনোনিবেশ করেছেন তাহসান। এবার স্ত্রী রোজাকে নিয়ে গানের শুটিংয়েও ফিরেছেন তাহসান। হঠাৎ রোজাকে দেখে নেটিজেনদের ধারণা, হয়তো স্ত্রীকে এবার গানের ভিডিওতে হাজির করবেন তাহসান। যদিও একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাহসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোজাকে নিয়ে তেমন কোনো চিন্তা নেই তাঁর।

সাক্ষাৎকারে নিজের আগামীর কাজ নিয়েও নানা তথ্য দেন শিল্পী। আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানিয়েছেন তাহসান। জানালেন, এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তিনি। আসন্ন সিনেমা ‘জংলি’তেও ‘জনম জনম’ নামে একটি গানের কাজ করেছেন তিনি। যেটি এই বছরের আলোচিত গান হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এবারের ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে আরও বেশ কয়েকটি গান আছে। ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহসান বললেন, ‘একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *